ভালো বেতনে লোকবল নিচ্ছে ওয়ালটন
ওয়ালটন হচ্ছে একটি বাংলাদেশী ব্র্যান্ড। যার সদর দপ্তর ঢাকায় অবস্থিত। Company গাজীপুর জেলার চন্দ্রাতে অবস্থিত।
Walton's classification:
1. হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড,
2. ওয়ালটন মাইক্রো-টেক ইন্ডাস্টিজ লিমিটেড,
3. ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড,
4. ওয়ালটন করপোরেশন,
5.ওয়ালটন প্লাজা,
6.ওয়ালটন ই-প্লাজা ।
Products Walton:
ইলেক্ট্রনিক পণ্য, ইলেকট্রিক্যাল, হোম অ্যান্ড কিচেন অ্যঅপ্লায়েন্সস, যানবাহন টেলিযোগাযোগের পণ্য গুলো উৎপাদন করে থাকে। ওয়ালটন বাংলাদেশের সর্বোচ্চ করদাতাদের মধ্যে একটি । দেশের অর্থনীতিতে এর শক্তিশালী প্রভাব রয়েছে। ওয়ালটন বাংলাদেশের বৃহত্তম কোম্পানিগুলোর মধ্যে একটি। ওয়ালটন বাংলাদেশে ফ্রিজের সবচেয়ে বড় প্রস্তুতকারক, যার বাজারে সর্বোচ্চ বাজার শেয়ার রয়েছে।
Walton Job :
আমাদের দেশ জনবহুল দেশ। এ দেশের লোক সংখ্যা আয়তনের তুলনায় অনেক বেশি। এদেশে প্রতিনিয়ত প্রতিযোগিতা হয় চাকরির বাজারে। কে-না চাইবে আমার একটা ভালো কর্মক্ষেত্র হোক। সেজন্য ওয়ালটন কোম্পানি দিচ্ছে চাকরির সুযোগ।
এখানে চাকরি নিতে হলে যা প্রয়োজন:
১/ রেফারেন্স
২/ শিক্ষাগত যোগ্যতা
৩/ সমস্ত কাগজপত্রের সত্যতা প্রমাণিত থাকতে হবে
৪/এনআইডি কার্ড
৫/নোমনি
৬/চেয়ারম্যান সার্টিফিকেট আপডেট
৭/পরিষ্কার ছবি
৮/ ধৈর্যশীল এবং কঠোর পরিশ্রম হতে হবে
৯/ সিভি
___ প্রয়োজনীয় কাগজপত্র ফটোকপি করে একটা খামের ভিতরে আপনার রেফারেন্সের মাধ্যমে ওয়ালটনের নিয়োগ শাখায় জমা দিতে হবে___
-কিছুদিন পর আপনাকে ফোন করা হবে ওয়ালটন কোম্পানি থেকে এবং সেই দিন পরীক্ষা দিতে হবে-
আর কিছুদিন পর আপনাকে আবার দ্বিতীয়বার ফোন করা হবে চাকরিতে জয়েন করার জন্য এবং সেই দিন গিয়ে চাকরিতে যোগদান করতে হবে তার সাথে সঙ্গে সঙ্গে কোম্পানির আইডি কার্ড এবং ব্যাংক কার্ড দিয়ে দেওয়া হবে।
Join Now...
Contact Information At Walton____
Web. www.waltonbd.com
Group. Jobs.walton.com
SSC_HSC Salary 420/460 per/Day
Post a Comment