List of inspirational books and movies
অনুপ্রেরণার বই|সফলতার উক্তি| Bengali Inspirational Quotes
The Books _
1. সাঁতারু ও জলকন্যা (শীর্ষেন্দুর বইটা এ পর্যন্ত ৭-৮ বার পড়েছি।)
2. হাত বাড়িয়ে দাও (অল্প বয়সের ভাবনাজগতকে প্রচণ্ড ধাক্কা দিয়েছিল এই বইটা)
3. The Secret (এটা একটা মাস্টারপিস! তবে এই বইটা পড়ার সময় এর কথাগুলি বিশ্বাস করে পড়তে হয়। যাঁরা বেশি বোঝেন, তাঁদের জন্য এই বই না। এই বইটা অন্তত ৩ বার পড়বেন। প্রথমবার পড়বেন, পরেরবার বুঝবেন, শেষবার অনুভব করবেন){Best Books }
4. Outliers (সময় নিয়ে পড়বেন। নিজেকে কিছুতেই আর ছোট ভাবতে ইচ্ছে করবে না। বড় মানুষরা কেন বড়, ওদের আসলেই কি এক্সট্রা পাওয়ার দিয়ে এখানে পাঠানো হয়েছে যা আমাদের নেই, এসব ব্যাপার খুব ভালভাবে বুঝতে পারবেন।) {অনুপ্রেরণা মূলক বক্তব্য}
5. Waiting for Godot (আশেপাশের সবকিছুকেই সহজভাবে নেয়ার দর্শন পেয়েছি এই বইয়েই। ছোট ব্যাপারে অহেতুক বড় ভাব নেয়া যে কতটা হাস্যকর, সেটা এই বই থেকে খুব সুন্দরভাবে শিখেছি। আমার চিন্তাভাবনা ও ব্যক্তিগত জীবনদর্শনকে খুব বেশি প্রভাবিত করেছে, এমন ৩টি বইয়ের মধ্যে এটি একটি। আমার পড়া এরকম আরেকটি বই হল Much Ado About Nothing) {বিশ্বের সেরা উক্তি}
6. Tuesdays with Morrie (ওয়েটিং ফর গডো’র পর এই বইটা আমাকে জীবন সম্পর্কে নতুনভাবে ভাবিয়েছিল।)
7. The Alchemist (বইটাতে কী যেন আছে, এই বইয়ের কিছু-কিছু কথায় এখনও মোহাবিষ্ট হয়ে থাকি।)
8. The Last Lecture (জীবনের কিছু অর্থ অন্যভাবে খুঁজে পাবেন এই বইতে। ধরুন, আপনি জানেন, আপনি আর কতদিন বাঁচবেন। এ সময়ে জীবন সম্পর্কে আপনার অনুভূতি কেমন হতে পারে, তার কিছু ধারণা পাবেন এতে।) {shakil6700}
9. Eat, Pray, Love (এটা পড়ে শিখেছি, সবকিছু হারিয়ে গেলেও জীবনটাকে কতটা সুন্দরভাবে উপভোগ করা যায়।)
10. Man's Search for Meaning (এরকম গভীর মনস্তাত্ত্বিক বই বোধ হয় খুব বেশি নেই।)
11. You Can Win (আমার প্রথমদিকে পড়া বই। মাঝেমাঝেই পড়তাম এটা, টনিকের মত কাজ করত।)
12. Who Moved My Cheese? (আমার মধ্যে পরিবর্তনকে সহজে গ্রহণ করার মানসিকতা তৈরি করে দিয়েছিল এই বই।)
13. The Monk Who Sold His Ferrari (পড়ুন; পড়ার সময় বারবার ধাক্কা খাবেন, এটা নিশ্চিত।)
14. The Power of Now (কাজ ফেলে না রাখার দীক্ষা দিয়েছিল বইটি। এই বই পড়ে হাত গুটিয়ে বসে থাকা কঠিন।)
15. Chicken Soup for the Soul (বইটা মজার। গল্পের আকারে খুব কঠিন কিছু জীবনদর্শনের সহজপাঠ আছে এতে।)
16. The Greatest Salesman in the World (বইটা সুখপাঠ্য মনে হয়নি; তবুও কিছু-কিছু কথা ধাক্কা দেয়।)
17. The 7 Habits of Highly Effective People (বড় ভাবনা না থাকলে কেউ বড় হয় না। এই বইয়ে এটা শেখানো হয়েছে।)
18. When Bad Things Happen to Good People (বইটা পড়লে আপনি 'why me' জাতীয় ঘ্যানরঘ্যানর করা বন্ধ করবেন, আমি শিওর। আমার ক্ষমতা থাকলে বইটা আমি টেক্সট বই করে দিতাম।)
#OK
19. মা (মাক্সিম গোর্কির মা পড়ে সময়ের প্রয়োজনে সাহসীভাবে ভাবতে শিখেছি।)
20.The Diary of a Young Girl (ছোট্ট একটা মেয়ের কাছ জীবনের অনেক দিক নিয়ে নতুনভাবে ভাবতে শিখেছিলাম।)
21. Eat That Frog (এই বইটি পড়ে অন্যকে দীর্ঘসূত্রতার কুফল বর্ণনা করা ছাড়া আমার নিজের কোনও লাভই হয়নি! হাহাহাহা......) 🥴
22. The Habit of Winning (এই বইয়ের Real-life exampleগুলি অনেক অনুপ্রেরণা দেয়।)
23. Wings of Fire (বইটা নিয়ে এইটুকুই শুধু বলব, বইটা পড়ার পর বইটি পড়ার আগের আপনি আর বইটি পড়ার পরের আপনি’র মধ্যে পার্থক্য থাকবেই! খুব বেশি অসাধারণ একটা বই!)
মনোযোগ দিয়ে পড়বেন কিন্তু অবশ্যই আপনাদের জীবনে সফলতা আসবেই "ইনশাল্লাহ"
#The Movie_
- মেঘে ঢাকা তারা
- 3 Idiots
- A Beautiful Mind
- A Moment to Remember
- Amélie
- Apocalypto
- Blood Diamond
- Braveheart
- Cast Away
- Children of Heaven
- Dead Poets Society
- Forrest Gump
- Gandhi
- Gladiator
- Grave of the Fireflies
- Guru
- Hachi: A Dog's Tale
- Into the Wild
- Invictus
- Kung Fu Panda
- Life Is Beautiful
- Rang De Basanti
- Roman Holiday
- Schindler's List
- Seven Pounds
- Taare Zameen Par
- The Bicycle Thief
- The Bucket List
- The Color of Paradise
- The Pianist
- The Prestige
- The Pursuit of Happyness
- The Shawshank Redemption
- The Terminal
এই মুহূর্তে আর মনে পড়ছে না।
(মুভি নিয়ে কোনও কথা লিখলাম না। মুভি তো দুম করে দেখে ফেলা যায়!){অনুপ্রেরণা ও সফলতার গল্প}
- 3rd Step
আমাকে বিভিন্ন জায়গায়, ফোনে, ইনবক্সে প্রায়ই অনেকে এ ধরনের বই আর মুভির নাম জিজ্ঞেস করেন। তাই এই নোটটা লিখলাম। আপনারা সেভ করে রাখতে পারেন। সময়ে-সময়ে কাজে লাগবে।
বিভিন্ন সময়ে অনেকেই উনাদের পছন্দের এ জাতীয় অনেক বই/ মুভির নাম শেয়ার করেছেন। সেগুলির মধ্য থেকে শুধু প্রাসঙ্গিকগুলিকে আমার নিজের মতো করে সাজালাম।
- আরো কিছু বই/....
- 100 Ways to Motivate Yourself: Change Your Life Forever
- A Thousand Splendid Suns
- Call of the Wild
- Desire Under the Elms
- How to Win Friends and Influence People (বড়ই পরিতাপের বিষয়, ডেল কার্নেগীর একটা বইও আমার এখনও পড়া হয়নি।)
- How to Stop Worrying and Start Living
- Les Misérables
- Life & Times of Michael K
- Maximum Achievement
- Psycho-Cybernetics
- Revolution 2020
- Robinson Crusoe
- Roots: The Saga of an American Family
- Seize the Day
- Talent Is Never Enough
- The Antidote: Happiness For People Who Can't Stand Positive Thinking
- The Charisma Myth: How Anyone Can Master the Art and Science of Personal Magnetism
- The Magic of Thinking Big
- The Old Man and the Sea
- The One Minute Manager
- The Secret World of Doing Nothing
- You Can If You Think You Can
- Think and Grow Rich
- অনেকেই একা
- অপরাজিত
- অরক্ষণীয়া
- ইস্পাত
- একাত্তরের দিনগুলি
- এখনও সময় আছে
- কালপুরুষ
- গর্ভধারিণী
- জীবনক্ষুধা
- থ্রি কমরেডস
- পার্থিব
- লোটাকম্বল
- শাপমোচন
- সাতকাহন (বিশ্রী রকমের মজার ব্যাপার হল, সমরেশের এই মাস্টারপিস বইটি আমি এখনও পড়িনি।)
আরো কিছু ছবি/...
- 12 Years a Slave
- 127 Hours
- 3:10 to Yuma
- After Earth
- Bhaag Milkha Bhaag
- Birdman
- Blue Jasmine
- Boyhood
- Brave
- Captain Phillips
- Chak De! India
- City of Joy
- Daisy
- Déjà vu
- Exam
- Gifted Hands: The Ben Carson Story
- Goal! The Dream Begins
- Gravity
- I am Kalam
- Iqbal
- Labor Day
- Life of Pi
- Little Big Soldier
- Manjhi: The Mountain Man
- Men of Honor
- Miracle in Cell No. 7
- Never Back Down
- Now You See Me
- October Sky
- Olympus Has Fallen
- Once Upon a Time in America
- People Like Us
- Pinjar
- Prison Break (American television series)
- Queen
- Saare Jahaan Se Mehnga
- The Book Thief
- The Croods
- The Dark Knight
- The Devil Wears Prada
- The Equalizer
- The Fault in Our Stars
- The Great Debaters
- The Greatest Game Ever Played
- The Help
- The Illusionist
- The Internship
- The Karate Kid
- The Lake House
- The Lunchbox
- The Sound of Silence
- The Theory of Everything
- The Train
- The Way, Way Back
- Ugly
- The village
Shakil6700.... সোসাইটি
পড়ুন, পড়তে বলুন।
দেখুন, দেখতে বলুন।
হ্যাপি লিভিং!!
(এই নোটটা শেয়ার করলে অনেকেরই কাজে লাগবে।)
Thanks for reading....
Md Shakil Ahmmed
Post a Comment